ডেস্ক রিপোর্ট, আমার কলম :- কমনওয়েলথ গেমসে ভারতের কুস্তি থেকে তিনটি সোনার পদক এল। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের পর সোনা জয় করেছে দীপক পুনিয়া।
দীপক ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন। পাকিস্তানের কুস্তিগীর মহম্মদ ইনামকে ৩ - ০ পয়েন্টে হারিয়েছেন দীপক পুনিয়া। কমনওয়েলথ গেমসে হরিয়ানার কুস্তিগীর এই প্রথম সোনা জিতলেন।
দীপকের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো রয়েছে। দীপকের সোনা জয়ের ফলে কমনওয়েলথ গেমসে ভারতের ৯ টি সোনার পদক হয়ে গেল।


No comments:
Post a Comment