Breaking

Friday, August 5, 2022

CWG 2022 : ভারতের ঐতিহাসিক প্রথম স্বর্ণপদক জয় প্যারা পাওয়ার লিফটিংয়ে সুধীরের হাত ধরে!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :-  কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে পুরুষ হেভিওয়েট ফাইনালে সোনা জিতলেন ভারতের সুধীর। এই জয়ের সাথেই সুধীর ইতিহাস তৈরি করে ফেলেন। 

কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে সোনার মেডেল জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন সুধীর। দ্বিতীয় চেষ্টায় সুধীর ২১২ কেজি ওজন উঠিয়ে ১৩৪.৫ পয়েন্টের সঙ্গে জেতেন স্বর্ণপদক। 

হরিয়ানার সোনিপতের ২৭ বছরের ছেলে সুধীর প্যারা পাওয়ার লিফটিং ইভেন্টে এই রেকর্ড গড়লেন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে দেশের হয়ে সোনা জিতেছেন সুধীর। তার এই সাফল্যকে গোটা দেশ কুর্নিশ জানিয়েছে। 


এবার এক নজরে দেখে নেওয়া যাক, এর আগে সুধীরের সাফল্য ..... 

ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ছয়বারের (২০১৬ - ২০২২)। 

রুপোর পদক - ২০১৮ সালের বিশ্বকাপে (দুবাই)। 

ব্রোঞ্জ পদক - ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে (জাকার্তা)। 

ব্রোঞ্জ পদক - ২০২২ সালের বিশ্ব প্যারা পাওয়ার লিফটিং এশিয়া ওশিয়ানিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে।


No comments:

Post a Comment

Adbox