নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- মঙ্গলবার, একাধিক ভ্রুণ উদ্ধার হয়েছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার ভাগাড় থেকে! মঙ্গলবার, উলবেড়িয়া পৌরসভার অদূরে ভাগাড় থেকে উদ্ধার হয়েছে একাধিক ভ্রূণ! স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, উলুবেড়িয়া পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডের কাছ থেকেই উদ্ধার হয়েছে ভ্রূণ গুলি।
সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার, সাফাই কর্মীরা জঞ্জাল ফেলা ও পরিষ্কারের জন্য ওই ভাগাড়ে গিয়েছিলেন। ওই ভ্রূণ গুলি তারাই খুঁজে পান। সূত্র মারফত জানা গিয়েছে, ময়না তদন্তের জন্য উদ্ধার হওয়া ভ্রুণ গুলি মঙ্গলবার উলুবেড়িয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় ৩১ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় উলুবেড়িয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালের ভূমিকা ও স্বচ্ছতা প্রশ্নের মুখে?
ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় উলুবেড়িয়া পৌরসভা তদন্ত কমিটি গঠন করেছে।
No comments:
Post a Comment