Breaking

Wednesday, August 17, 2022

AIFF -কে নির্বাসন করেছে FIFA

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- ফিফা (FIFA) নির্বাসিত করেছে এআইএফএফ-কে (AIFF)। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা, সর্ব-ভারতীয় ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছে। 

যার ফলে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন এখন প্রশ্নের মুখে। আর তার ফলে এই টুর্নামেন্ট সড়ানো হতে পারে ভারত থেকে। এই ব্যান এর কারণে এবার থেকে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্ত বা হায়ার করতেও পারবে না।

সর্ব-ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাসন বজায় থাকলে ভারতীয় ফুটবল দল কোনো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারবে না।

No comments:

Post a Comment

Adbox