Breaking

Tuesday, August 16, 2022

উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে পালিত হয় খেলা হবে দিবস

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে পালিত হয় খেলা হবে দিবস। উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে একমাস আগে থেকেই শুরু হয়েছিল মিউনিসিপ্যাল গোল্ড কাপ - ২০২২। আর আজ খেলা হবে দিবস এর দিনে এই টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে। 

আর মঙ্গলবার খেলা হবে দিবস এর দিনে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত মিউনিসিপ্যাল গোল্ড কাপ - ২০২২ এর ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং পূর্ত মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার - আকবর শেখ, স্বপ্না সেন, রীতা ব্যানার্জী, মইনুদ্দিন মিদ্দে (বাদশা), অসিরঞ্জন অধিকারী সহ অন্যান্য সমস্ত ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। 

পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন ও অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এদিন এই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে বিজয়ী কাপ তুলে দেওয়া হয়।


No comments:

Post a Comment

Adbox