Breaking

Friday, July 29, 2022

SSC : আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন অভিষেক, প্রতিনিধি দলের সাথে নিজের দফতরেই দেখা করবেন

ডেস্ক রিপোর্ট :- মেয়ো রোডে আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের সাথে বৃহস্পতিবার ফোনে কথা বললেন তৃণমূল কংগ্রেসের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন কারীদের সাথে শুক্রবার আলোচনার জন্য বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ৫০১ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন নিয়োগের দাবিতে ওই সমস্ত এসএসসি চাকরি প্রার্থীরা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, স্বস্তির নিঃস্বাস পেতে চলেছে আন্দোলন কারীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন, এসএসসি আন্দোলন কারীদের প্রতিনিধি দলের সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি তাঁদের সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। 

তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই দেখা করবেন আন্দোলন কারীদের প্রতিনিধি দলের সাথে।

No comments:

Post a Comment

Adbox