Breaking

Friday, July 29, 2022

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকায় নির্মাণ হবে ময়নাগুড়ি দোমহানী হাট

ডেস্ক রিপোর্ট :- অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাংসদ তহবিল এর টাকায় নির্মাণ হবে ময়নাগুড়ি দোমহানী হাট। দোমহানী হাট সংস্কারের জন্য ২৫ লাখ টাকার তহবিল দেওয়ার আশ্বাস মিলল তৃনমূলের সর্ব-ভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে। 

গত ১২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভায় যোগ দিতে যাওয়ার স্থানীয়দের অনুরোধে দোমহানীতে নেমে পড়েন। ঘুরে দেখেন হাটের বেহাল অবস্থা। এরপর হাটের হাল ফেরাতে উদ্যোগী হন তিনি। ঘটনাস্থল থেকে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনের সাথে টেলিফোনে যোগাযোগ করেন। 

কেনো হাটের বেহাল অবস্থা। স্থানীয়রা বারবার অনুরোধ করা স্বত্তেও কেনো এখনও এই কাজটি করা হচ্ছে না তা নিয়ে সভাধিপতিকে ধমক দেন। অবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দেন তিনি। 

বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদের একটি বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহুয়া গোপ। সেখানেই খবর আসে  অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে ২৫ লক্ষ টাকা হাট নির্মানের জন্য দেবেন। 

বৈঠক শেষে তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন দোমহানী হাট সংস্কারের জন্য আমাদের সর্ব-ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৫ লাখ টাকা তার সাংসদ তহবিল থেকে দেওয়ার আশ্বাস দিয়েছেন। জেলা পরিষদ আগামী ১৫ আগস্টের মধ্যেই হাট সংস্কারের কাজে হাত দেবে।

No comments:

Post a Comment

Adbox