Breaking

Monday, July 25, 2022

IND vs WI, 2 ODI :- অক্ষর পটেলের ব্যাটিং দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- অক্ষর পটেল এর ব্যাটিং দাপটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত। এক দিনের সিরিজে, রবিবারের ম্যাচে ভারত ২ উইকেটে জিতে নেয়। 

ওয়েস্ট ইন্ডিজ রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। হোপ (১১৫ রান) এবং পুরানের (৭৪ রান) -এর ব্যাটিং দাপটে ক্যারিবিয়ানরা স্কোর বোর্ডে তোলে ৩১১ রান। ভারতীয় বোলার শার্দূল ঠাকুর তোলে ৩ টি উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ভারতের পক্ষে লক্ষমাত্রা অর্জন করা খুব একটা সহজ ছিল না। ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (৬৩ রান) ও অক্ষর পটেলের (৬৪ রান) -এর দাপটে ভারত ২ বল বাকি থাকতেই এই ম্যাচে ২ উইকেট জয়লাভ করে। আর এই ম্যাচে জয়ের সাথেই সিরিজেও জয় পায় ভারত। 

No comments:

Post a Comment

Adbox