নিজস্ব প্রতিনিধি, বীরভূম, আমার কলম :- দীর্ঘ দু-বছর করোনা পরিস্থিতির কারণে সেভাবে পালিত করা হয়নি তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর জন্মজয়ন্তী। করোনা কালীন সময়ে ছোট্ট করেই পালিত হয়েছে তারাশঙ্কর বন্দোপাধ্যায় জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হলো কবি তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর ১২৫ তম জন্মজয়ন্তী।
সোমবার লাভপুরে এক সংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বীরভূম জেলা প্রশাসন ও লাভপুর পঞ্চায়েত সমিতির ও বীরভূম সংস্কৃতি বাহিনী সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় পার।
পাশাপাশি তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর বাড়ি থেকে কিছুটা দূরে তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর স্মৃতি সংরক্ষিত করার জন্য তারাশঙ্কর স্মৃতি বিজড়িত সংগ্রহশালা খোলা হয়েছে। তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর চশমা, কলম ও হাতের ঘড়ি থেকে সমস্থ কিছুই সংরক্ষিত করা হয়েছে। তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর হাতে লেখা চিঠি গুলিকেও সংরক্ষিত করা হচ্ছে।
অনুষ্ঠানের মঞ্চে বীরভূম জেলা শাসক বিধান চন্দ্র রায় কে বলতে শোনা গেল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনিও জেল খেটেছেন। তিনি সিউড়ি জেলে ছিলেন। সিউড়ি জেলে তিনি ১ বছর কাটিয়েছেন। উনার স্মৃতি কালের আরও বিভিন্ন জিনিস সংগ্রহ করার জন্য আবক্ষ মূর্তি স্থাপন করতে পারি।
উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান চন্দ্র রায়, বোলপুর এসডিও অয়ন নাথ, লাভপুর বিডিও সন্তু দাস, নানুর সিআই কল্যান প্রশাদ মিত্র, বীরভূম জেলার সহ সভাপতি বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা।


No comments:
Post a Comment