Breaking

Monday, July 18, 2022

২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা গ্রামীণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। গত দু বছর কোভিড এর কারণে ভার্চুয়ালি ভাবেই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

আর এই ২১ শে জুলাই কে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা গ্রামীণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় রবিবার (১৭-০৭-২০২২) বিকালে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার খলিশানীর এক সামাজিক অনুষ্ঠান ভবনে। 

এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সকল জেলা কমিটির সদস্যরা এবং চক্র প্রতিনিধিরা। এই সভায় ২১ শে জুলাই সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। 

এই সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান DPSC হাওড়া কৃষ্ণ ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হাওড়া গ্রামীণ জেলা শাখার সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব। 

এছাড়াও উপস্থিত ছিলেন জয়ন্ত বেরা, মারুফ উদ্দিন মল্লিক, মলয় ঘোষ, পল্লব ঘোষ, অরুন খান সহ সকল চক্র স্তরের প্রতিনিধিরা।

No comments:

Post a Comment

Adbox