Breaking

Sunday, July 17, 2022

উলুবেড়িয়া পৌরসভার পরিচালনায় মিউনিসিপ্যাল গোল্ড কাপ - ২০২২ এর শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ ই আগস্ট, রাজ্যে খেলা দিবস হিসাবে পালন করেন। এই দিন খেলা দিবস পালন এর মাধ্যমে রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন খেলার উন্নতি সাধনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

আর রাজ্যের খেলা দিবস এর ঠিক এক মাস আগে শনিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার পরিচালনায় উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে মিউনিসিপ্যাল গোল্ড কাপ - ২০২২ এর শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। 

উলুবেড়িয়া পৌরসভার পরিচালনায় আয়োজিত মিউনিসিপ্যাল গোল্ড কাপ - ২০২২ টুর্নামেন্টটি এক মাস ধরে চলবে। আগামী ১৬ ই আগস্ট, রাজ্যে খেলা দিবস এর দিনে এই টুর্নামেন্টর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সমস্ত সিআইসি মেম্বার সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন, অসিত ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা এবং উলুবেড়িয়ার সমস্ত ক্রীড়া প্রেমী মানুষেরা। 

No comments:

Post a Comment

Adbox