ডেস্ক রিপোর্ট, আমার কলম :- গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ! এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে শনিবার দুপুর ১২ টা থেকে ১২.৩০ মিনিট নাগাদ গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার অন্তর্গত সাধুর মাঠ এলাকায়।
জানা গেছে, শনিবার দুপুরে ফুটবল খেলার পর নদীতে স্নান করতে নামে বছর ১৫ -র জাগবির সিং ও তার বন্ধুরা। আর এর পরেই নদীতে জোয়ার থাকায় তলিয়ে যায় সে। তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যার্থ হয় তাদের প্রচেষ্টা।
এদিকে এঘটনা জানা জানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষ থেকে শুরু করে নিখোঁজ পরিবারের সদস্যরা। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া ওই কিশোরের বাড়ি বাউড়িয়ার ব্রতী ক্লাবের কাছে। সে বজবজের সেন্ট পলস স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
এদিকে এঘটনার খবর পেয়ে বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাসের নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাউড়িয়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব, উলুবেড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডা. সুমন সাপুই, উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কথা ডেভিড রাও।
পাশাপাশি এসে উপস্থিত হন বাউড়িয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন, আকাশ রজক। পরে তাদের নেতৃত্বে শুরু হয় নৌকায় করে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে তল্লাশি। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হওয়ায় বাউড়িয়া থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের দলকে।
পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। কিন্তু তারা নদীতে নেমে দীর্ঘক্ষণ ধরে তলিয়ে যাওয়া ওই কিশোরের খোঁজে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি তলিয়ে যাওয়া ওই কিশোরের দেহ।
শনিবার রাতেও ওই কিশোরের খোঁজে তল্লাশি করা হয়, কিন্তু ওই কিশোরকে উদ্ধার করা যায়নি। এঘটনার জেরে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।


No comments:
Post a Comment