ডেস্ক রিপোর্ট :- বীরভূমের নানুরের গোমড়া গ্রামে ঘরের ভেতর থেকে রক্তাত্ব দেহ উদ্ধার। মৃতের নাম সঞ্চিতা শেঠ (বয়স ৪০)। ১ ছেলে ও ১ মেয়ে। মেয়ের গ্রামেই বিয়ে হয়েছে, ছেলে কলকাতায় কাজের সূত্রে থাকেন। স্বামী বৃন্দাবন শেঠ কাজের সূত্রে বাইরে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা বাড়িতে একই থাকতেন। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতেন, কিন্তু আজ ওঠেনি। প্রতিবেশীরা সকালে না দেখতে পেয়ে প্রতিবেশীরা দেখতে ঘরের বাইরে দরজা খোলা ডাকাডাকি করলে কোনো রকম সারা পায়নি প্রতিবেশীরা। তখন ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত ভাবে অর্ধনগ্ন অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে।
স্থানীয়দের দাবি, ঘরের দরজা খোলা ছিল, এমনকি ছাদের দরজা ভাঙা ছিল। ঘরের সমস্থ লাইটে গামছা দিয়ে ঢাকা আছে। শরীরের মধ্যে গলায় ছেড়া ও চেরা দাগ আছে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতর দাগ আছে।
যদিও ঘটনাস্থলে এসে নানুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদণ্ডের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা, কি কারণে খুন তা তদন্ড শুরু করেছে পুলিশ।
No comments:
Post a Comment