Breaking

Thursday, July 14, 2022

২০ টাকায় নয়, মাত্র ১ টাকায় মিলবে আর্সেনিক মুক্ত পানীয় জল

ডেস্ক রিপোর্ট :- দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। পেট্রোপণ্য, রান্নার গ্যাস থেকে সবজি দিন দিন বেড়েই চলেছে মূল্য।  মূল্যবৃদ্ধির কারণে মাথায় হাত মধ্যবিত্ত মানুষদের। সাধারণ মানুষজনের জলের টেস্টা লাগলে ২০ টাকায় ১ লিটার জল কিনে খেতে হয়। 

সাধারণ মানুষের কথা মাথায় রেখে বীরভূমের একাধিক জায়গায় বসতে চলেছে ওয়াটার এটিএম। তার মধ্যে এখনো পর্যন্ত নানুর বিধানসভায় পাঁচটি এটিএম ওয়াটার এসেছে। তার মধ্যে নানুরের বাসাপাড়ায় একটি চালু হয়েছে। আর এদিন নানুরের খুজুটিপাড়ায় আর একটির উদ্বোধন হলো। আর তিনটে ওয়াটার এটিম নানুর বাসস্ট্যান্ড , বোলপুর মহকুমা হসপিটাল বা সিয়েন হসপিটালের সামনে ও কীর্নাহার বাসস্ট্যান্ডে বসতে চলেছে। 

এদিন উপস্থিত ছিলেন, বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান, থুপসারা অঞ্চল সভাপতি বাপ্পা চৌধুরী ও অন্যান্য নেতা কর্মীরা।

বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান বলেন, নওয়া নগর, কড্ডা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই এলাকার খেটে খাওয়া মানুষের স্বার্থে খুজুটিপাড়ায় ওয়াটার এটিম উদ্বোধন করলাম। মাত্র ১ টাকায় আর্সেনিক মুক্ত জল মানুষ পাচ্ছে। কয়েক মাস আগে আমরা বাসাপাড়ায় ওয়ার্টার এটিএম চালু করেছি, সেটায় আমরা ভালো সারা পেয়েছি। কারণ সাধারণ মানুষ ২০ টাকা দিয়ে জল কিনে খেতে পারবে না, সেই কথা মাথায় রেখে মাত্র ১ টাকায় পানীয় জল পাবে। 

নানুরে মোট ৫ টি ওয়াটার এটিম হবে। তার মধ্যে ২ টি ওয়াটার এটিম চালু হয়েছে। আরও ৩ তে ওয়াটার এটিম হবে নানুর বাসস্ট্যান্ড , বোলপুর মহকুমা হসপিটাল বা সিয়েন হসপিটালের সামনে ও কীর্নাহার বাসস্ট্যান্ডে বসতে চলেছে। 


No comments:

Post a Comment

Adbox