Breaking

Friday, July 22, 2022

পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের হাত ধরে ফের বড়পর্দায় কামব্যাক করছেন আরেক মহিলা গোয়েন্দার গল্প

বিনোদন ডেস্ক, আমার কলম :- পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়ের হাত ধরে ফের বড়পর্দায় কামব্যাক করছেন আরেক মহিলা গোয়েন্দার গল্প। 'লেডি চ্যাটার্জী'। শুক্রবার থেকে শুরু শ্যুটিং। 

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরুণিমা ঘোষ। তবে এই মহিলা গোয়েন্দা বাকি সবার মতো আদর্শ চরিত্র নয়। গোয়েন্দা সুলভ ক্ষুরধার বুদ্ধি ও হাবভাবের সঙ্গে তাঁর চরিত্রে বিস্তর আপত্তিকর জায়গাও রয়েছে। 

ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হবে এই ছবিটি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরুণিমা ঘোষ, কলকাতা পুলিশ অফিসার অভিজিতের ভূমিকায় অভিনয় করেছেন দেবাশীষ মণ্ডল। 'লেডি চ্যাটার্জী'-র প্রতি লালবাজারের এই পুলিশ অফিসার একটু দুর্বল।লেডি চ্যাটার্জীর বোনের ভূমিকায় অভিনয় করছেন অলিভিয়া সরকার। 

এছাড়া, ইন্দ্রনাথ মল্লিক এর ভূমিকায় অভিনয় করছেন সৌমন বসু, জেসিপি অদ্রীশ সেনের ভূমিকায় অভিনয় করছেন তথাগত বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment

Adbox