ডেস্ক রিপোর্ট, আমার কলম :- এক ছেলের মৃত্যু হয় ২০০৯ সালে। আরেক ছেলের ২০১৩ সালে। স্বামী প্রয়াত হন ২০১৩ তেই। মানে ৪ বছরের মধ্যে স্বামী ও দুই সন্তানকে হারাতে হয়েছিল।
একমাত্র অদম্য ইচ্ছেশক্তিই ছিল সঙ্গী। আর তাতে ভর করেই জীবনযুদ্ধে এগিয়ে চলা। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ২৫ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী এনডিএ প্রার্থী দ্রৌপদী মূমুর রাষ্ট্রপতি হিসাবে শপথ ও দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তিনি দেশের ১৬ তম রাষ্ট্রপতি ও দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ববার গ্রহণ করবেন।
এই দিন দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বিজয় উৎসবের আয়োজন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন বিজেপি দলের কর্মীরা।
১৯৫৮ সালে প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন দ্রৌপদি মুর্মু। ২০১৫ সালে ঝাড়খন্ডের রাজ্যপাল নিযুক্ত হন। জীবনে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে এগিয়ে গেছেন তিনি। ২৫ জুলাই রাইসিনা হিলের সিংহাসনে বসছেন তিনি।


No comments:
Post a Comment