Breaking

Wednesday, June 29, 2022

GTA ELECTION : তৃণমূল পাহাড়ে প্রথম জয়ের মুখ দেখল

ডেস্ক রিপোর্ট :- তৃণমূল প্রথম খাতা খুলল জিটিএ নির্বাচনে। আজ, বুধবার, তৃণমূল প্রার্থী বিনয় তামাং ডালি আসনে জয়ী হয়েছেন। 

পাহাড়ে তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই জয়ের কারণে। সূত্রের খবর, বিনয় তামাং এই লড়াইয়ে ৫০০ ভোটে জয়ী হয়েছেন।  

জিটিএ নির্বাচনে ১০টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল রাজ্যের শাসকদলের তরফে। তার মধ্যে এই জয় প্রথম। 

No comments:

Post a Comment

Adbox