Breaking

Wednesday, June 29, 2022

শিলিগুড়ি মহকুমা পরিষদ এর আজ ভোটগণনা

ডেস্ক রিপোর্ট :- ২২ টি গ্রাম পঞ্চায়েতে ৪৬২ টি আসন আছে শিলিগুড়ি মহকুমা পরিষদে। ৪ টি গ্রাম সমিতিতে মোট আসন সংখ্যা ৬৬। 

মহকুমা পরিষদে ৯ টি আসন আছে। আজ, বুধবার, সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। চারটি ব্লকে - মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি-তে গণনা হবে। 

সেজন্য কড়া নিরাপত্তার (ত্রিস্তরীয়) বন্দোবস্ত করা হয়েছে। এই পরিষদ বামেদের দখলে ছিল এর আগে।

No comments:

Post a Comment

Adbox