প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া পৌরাঞ্চলকে দূষণমুক্ত, সুন্দর, স্বচ্ছ ও স্বাভাবিক রাখার প্রয়াস শুরু হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে উলুবেড়িয়া পৌরাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে উলুবেড়িয়া পৌরসভা।
উলুবেড়িয়া পৌরাঞ্চলের বিভিন্ন বাজার, দোকান ও জনবহুল স্থান গুলিতে ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিক ব্যাগের ব্যাবহার বন্ধ করার অভিযান শুরু করেছে উলুবেড়িয়া পৌরসভা।
তাই উলুবেড়িয়া পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১লা জুলাই, ২০২২ থেকে পৌরাঞ্চলে ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিক ব্যাগের ব্যাবহার ও থার্মোকলের থালা, বাটি এবং চায়ের কাপের ব্যাবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করা হলে পৌরসভা জরিমানা করতে বাধ্য থাকিবে।
আর আজ বৃহস্পতিবার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড থেকে ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাউড়িয়ায় অনুষ্ঠিত হল প্লাস্টিক মুক্ত পৌরাঞ্চল গড়ার লক্ষ্যে একটি সচেতনতামূলক পদযাত্রা। এদিন বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বাউড়িয়ার বিভিন্ন বাজারের মধ্যে দিয়ে এই পদযাত্রা চলে। পদযাত্রার মাধ্যমে এলাকার পৌর নাগরিকদের প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া হয়।
আর এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা সিআইসি মেম্বার স্বপ্না সেন। উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা ব্যানার্জী।
উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব ও ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কথা ডেভিড রাও সহ অন্যান্য ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। এদিনের এই পদযাত্রায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
No comments:
Post a Comment