Breaking

Wednesday, June 29, 2022

আজ পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট :- এদিনের প্রশাসনিক বৈঠক থেকে বেশ কিছু বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সিবিআই নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বারবার বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে সিবিআই যুযু দেখিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিলেন। 

আজ, বুধবার প্রশাসনিক সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, 'বীরভূমের গরিব ঘরের টোটোচালককেও ডেকেছে ওরা। আবার ডক্টর অভিজিৎ চৌধুরীকেও ডাকা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-বিধায়কদের ডেকে ডেকে হেনস্তা করা হচ্ছে।'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পঞ্চায়েত ভোট জিততে তৎপর। পঞ্চায়েত ভোটের আগেই রাস্তা তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন। 

অবিলম্বে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, 'ভোটের আগেই রাস্তা তৈরি করুন। না হলে ভোট এসে যাবে, আর বসে ললিপপ খাবেন।' 

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, 'বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভোটের আগেই রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করুন। দেখবেন, রাস্তা দেখেই লোকে ভোট দিয়ে যাবে।' 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ায় অপদস্থ বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে রোদ্দুর রায় গ্রেফতার হয়েছিলেন। 

এদিন মুখ্যমন্ত্রীর গলায়, সেই ঘটনার রেশ পাওয়া গেল। পশ্চিম এব পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, 'সোশ্যাল মিডিয়ায় যাঁরা ভালোকাজ করেন তাঁরা যদি সমালোচনাও করে থাকেন তাতে কিছু যায় আসে না। কিন্তু, কেউ যদি মিথ্যে কথা বলে, দাঙ্গা ছড়ানোর চেষ্টা করে, অপমান-অসম্মান করার চেষ্টা করে, তাকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।'

No comments:

Post a Comment

Adbox