ডেস্ক রিপোর্ট :- আইপিএলের প্রথম প্লে-অফে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে গুজরাত টাইটান্স চলে গেল ফাইনালে। হার্দিক অ্যান্ড কোং, ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারেই ১৮৯ রানের লক্ষ্যমাত্রা পূরণ করল।
জস বাটলারের ৮৯ রানের লড়াকু ইনিংস ব্যার্থ হল। গুজরাত টাইটান্স বড় ধাক্কা খায় ব্যাট করতে নেমেই। ইনিংসের দ্বিতীয় বলেই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহাকে শূন্য রানে ফিরতে হয়।
তারপর থেকে শুভমান গিল এর ৩৫ রান, মিলার এর ৬২ রান, হার্দিক এর ৪০ রান জয়ের মুখ দেখায় দলকে।
No comments:
Post a Comment