ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগোড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার (24/05/2022) জোয়ারগোড়ী ইউনিয়ন হাই স্কুলে অনুষ্ঠিত হয় "দুয়ারে সরকার" ক্যাম্প।
আর জোয়ারগোড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত এই "দুয়ারে সরকার" ক্যাম্পে উপস্থিত ছিলেন জোয়ারগোড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখাল।
এদিন "দুয়ারে সরকার" ক্যাম্পে এই পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখাল উপস্থিত থেকে এই পঞ্চায়েতের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং "দুয়ারে সরকার" ক্যাম্পে আসা সাধারণ মানুষের নানান সমস্যার সমাধান করেন।
এই "দুয়ারে সরকার" ক্যাম্পে আসা সাধারণ মানুষ প্রধান মানিক চন্দ্র মাখালকে ক্যাম্পে উপস্থিত পেয়ে স্বাভাবিভাবেই খুব খুশি।
No comments:
Post a Comment