Breaking

Monday, May 30, 2022

IPL 2022 FINAL : প্রথম আইপিএলেই সেরার শিরোপা অর্জন করল হার্দিক এর গুজরাত টাইটান্স

ওয়েব ডেস্ক :- হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স, আইপিএলের ১৫ তম মরশুমে আত্মপ্রকাশেই ছিনিয়ে নিল সেরার শিরোপা। ফাইনালে গুজরাত টাইটান্স ৭ উইকেটে রাজস্থান রয়্যালসকে হারাল। 

গুজরাত টাইটান্স ১৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেই শুরুতেই ঋদ্ধি, ওয়েডদের উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকেই অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন। বল হাতে ৩ উইকেট নেন অধিনায়ক। 

তারপর ব্যাট হাতে ৩৪ রান করে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না তাদের। অভিযোগ উঠল ম্যাচ ফিক্সিংয়েরও। 

No comments:

Post a Comment

Adbox