Breaking

Tuesday, May 17, 2022

বাউড়িয়াতে অনুষ্ঠিত হল উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে উন্নয়নের-১১ পদযাত্রা

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- পশ্চিমবঙ্গ  রাজ্যে ২০১১ সালে বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় এসেছিল  তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকারের রাজ্যে পূর্ন হয়েছে  ১১ তম বর্ষ। 

আর সেই ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হচ্ছে উন্নয়নের-১১ পদযাত্রা। আর তারই অঙ্গ হিসাবে বাউড়িয়ায়  মঙ্গলবার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হল উন্নয়নের-১১ পদযাত্রা।

এদিন বাউড়িয়া স্টেশন থেকে এক মহামিছিল শুরু হয় আর সেই মিছিল শেষ হয় বাউড়িয়ার ফোর্ট গ্লাসটার মোড়ে। আর এদিনের এই মিছিল থেকে রাজ্যের তৃণমূল সরকারের ১১ বছরের উন্নয়নের বিভিন্ন দিক গুলোই তুলে ধরেন তৃণমূল নেতৃত্বরা। 

আর এদিনের এই উন্নয়নের-১১ পদযাত্রায় উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইমানুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ হাসিফুর রহমান (বাপি), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব।

পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন। তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পূর্বের সভাপতি অসিত ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ সভাপতি বেনু কুমার সেন। 

অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা কাজী আতিয়ার রহমান সহ উলুবেড়িয়া পৌরসভার অন্যান্য পৌরপিতা ও পৌরমাতারা। 

No comments:

Post a Comment

Adbox