Breaking

Sunday, May 15, 2022

জোয়ারগড়ী শিবতলার উদ্যোগে আয়োজিত কালী পূজায় উপস্থিত ছিলেন জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখাল

ডেস্ক রিপোর্ট :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোয়ারগড়ী শিবতলার উদ্যোগে প্রত্যেক বছরই আয়োজিত হয় রক্ষা কালী পূজা। এবছরও নিয়ম অনুযায়ী শনিবার এই কালী পূজার আয়োজন করা হয়। 

আর এদিনের এই পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখাল। এছাড়াও উপস্থিত ছিলেন এই পঞ্চায়েতেরই উপ-প্রধান মিঠু পণ্ডিত। উপস্থিত ছিলেন এই পঞ্চায়েতের অন্যতম সদস্য প্রদ্যুৎ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

এদিন জোয়ারগড়ী শিবতলা পূজা কমিটির সদস্যরা প্রথমে জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র মাখালকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। তারপর একে একে অন্যান্য বিশিষ্ট অতিথিদেরও বরণ করেন ক্লাব কর্তৃপক্ষরা। 

দীর্ঘ ২ বছর পর করোনা কাটিয়ে এলাকার বাসিন্দারা এই পূজায় অংশগ্রহণ করেন। এই পূজায় অংশগ্রহণ করে এলাকার সাধারণ মানুষজন খুবই খুশি। 




No comments:

Post a Comment

Adbox