Breaking

Sunday, May 8, 2022

আজ বিশ্ব মাতৃ দিবস

ডেস্ক রিপোর্ট :- বিশ্ব মাতৃ দিবস, মে মাসের দ্বিতীয় রবিবারে মায়েদের সম্মানে পালন করা হয়। পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না, মা এমনই এক জন। 

প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ হল মা। জীবনের সব ভুলের জন্য অনায়াসে ক্ষমা চাওয়া যায় যাঁর কাছে, তিনি 'মা'। 

আজ সকল মায়েদের জন্য "আমার কলম"-এর পক্ষ থেকে রইল "মাদার্স ডে"-র অনেক অনেক শুভেচ্ছা। 

No comments:

Post a Comment

Adbox