প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িযা পূর্ব কেন্দ্রের তৃণমূলের সহ-সভাপতি কাজী আতিবর রহমান এর উদ্যোগে ও পূর্ব বুড়িখালির কদমতলার বি কে পাঞ্জাতন ক্লাবের সদস্যদের সহযোগিতায় রবিবার 'দাওয়াত এ ইফতার' এর আয়োজন করা হয়।
বাউড়িয়ার কদমতলা প্রাইমারি স্কুলে এই 'দাওয়াত এ ইফতার' অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই 'দাওয়াত এ ইফতার' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ - সভাপতি বেনু কুমার সেন।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সহ - সভাপতি কাজী আতিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই 'দাওয়াত এ ইফতার' অনুষ্ঠানে প্রায় ৩০০ জন স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।


No comments:
Post a Comment