প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- এখন পবিত্র রমজান মাস চলছে। দীর্ঘ একমাস রমজানের পর আগামী মঙ্গলবার দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উৎসব। আর এই খুশির ঈদে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি)।
রবিবার পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি)-এর উদ্যোগে ঈদের আগে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাউড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খাজুরী মণ্ডল পাড়া মসজিদ সংলগ্ন মাঠে।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শেখ জুবের আলম। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ এবং স্থানীয় এলকার তৃনমূলের কর্মী সমর্থকরা।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি) এলাকার প্রায় ৮০০ জন দুঃস্থ মানুষদের হাতে ঈদের আগে নতুন বস্ত্র তুলে দেন।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সেখ হাফিজুর রহমান (বাপি) বলেন, ৭ নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যাবস্থার খুব দ্রুত উন্নতি সাধন করা হবে। এই ওয়ার্ডের প্রতিটি রাস্তায় লাগানো হবে স্ট্রিট লাইট। এই ওয়ার্ডের দরিদ্র মানুষরা খুব শীঘ্রই সরকারি ঘরের সুবিধা পাবে।
এছড়াও তিনি এলাকার বাসিন্দাদের অনুরোধ করেন, তারা যেনো এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে ও পানীয় জলের অপচয় বন্ধ করে। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার সাধারণ মানুষজন।


No comments:
Post a Comment