প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে চলছে রক্তের ঘাটতি। আর তার জেরেই সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগী থেকে শুরু করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবারের সদস্যরা।
পাশাপাশি রক্তের অভাবে বহুক্ষেত্রে থমকে যাচ্ছে বহু জটিল রোগের অস্ত্র প্রচার। আর সেই রক্তের ঘাটতি কমাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশও। যেখানে রক্তের চাহিদা মেটাতে "উৎসর্গ" কর্মসূচির মাধ্যমে রক্তের চাহিদা মেটাতে রক্তদানে এগিয়ে এসেছে পুলিশ কর্মীরা।
আর তারই অঙ্গ হিসাবে বুধবার হাওড়া গ্রামীণ পুলিশের অধীনে থাকা বাউড়িয়া থানার উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। যেখানে পুলিশ কর্মীদের পাশাপাশি রক্তদান করেন সামাজিক আন্দোলনের বহু কর্মী।
আর এদিনের এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান সেখ ইমানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাঃ সুমন সাপুই, বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস, বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন সহ হাওড়া গ্রামীণ পুলিশের একাধিক শীর্ষকর্তারা।
No comments:
Post a Comment