ওয়েব ডেস্ক, উলুবেড়িয়া :- ওড়িশায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো বাঙালি পর্যটক বোঝাই একটি বাস। আর সেই দুর্ঘটনায় সাঁত জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি আরও ৪২ জন আহত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে দুর্ঘটনা গ্রস্থ প্রত্যেকেই পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতান পুরের বাসিন্দা। এরা হাওড়া থেকে ওড়িশার দারিংবারিতে বেড়াতে এসেছিলেন ৭৭ জনের ওই বাঙালি পর্যটকদের ওই দলটি।
মঙ্গলবার রাতে তাঁরা দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন। আর তখনই মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
No comments:
Post a Comment