Breaking

Tuesday, May 10, 2022

সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত

ডেস্ক রিপোর্ট :- বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৪ বছর। 

সাংস্কৃতিক মহলে জুড়ে শোকের ছায়া এই বিখ্যাত শিল্পীর প্রয়াণে। পণ্ডিত শৰ্মা গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কাশ্মীরের বাদ্যযন্ত্র সন্তুর খুব একটা পরিচিতি না থাকলেও এই বাদ্যযন্ত্রটিকে সারা দেশে জনপ্রিয় করে তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

No comments:

Post a Comment

Adbox