Breaking

Tuesday, May 10, 2022

ধেয়ে আসছে 'অশনি'! বাবুঘাটে পুলিশ তৎপরতার সাথে চালাচ্ছে নজরদারি

ডেস্ক রিপোর্ট :- ঘূর্ণিঝড় 'অশনি' ধেয়ে আসছে। পশ্চিমবঙ্গে ল্যান্ডফল না হলেও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ৬০ কিমি বেগে ঝড় এবং ভারী বৃষ্টি হতে পারে। 

ফলে প্রশাসন তৎপর রয়েছে। পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে, বাবুঘাট সহ শহরের একাধিক ঘাট এবং সংলগ্ন এলাকায়। রিভার ট্রাফিক গার্ডের তরফে নদীতে নজরদারি চালানো হচ্ছে। 

আগামী দুই দিন কাউকে জলে নামতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। 

No comments:

Post a Comment

Adbox