ডেস্ক রিপোর্ট, বাউড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাষাপাড়ায় শনিবার অনুষ্ঠিত হল "শ্রী শ্রী শীতলা পূজা"। ভাষাপাড়ার বারোয়ারী পূজা কমিটির উদ্যোগেই মূলত এই পূজার আয়োজন করা হয়ে থাকে।
দীর্ঘ ২ বছর ধরে করোনা মহামারীর কারণে এই পূজা কমিটি শীতলা মাতার পূজার আয়োজন করতে পারেনি। কিন্তু এবছর "শ্রী শ্রী শীতলা পূজা"র আয়োজনে কোনরকম ত্রুটি রাখেনি পূজা কমিটির সদস্যবৃন্দরা।
এদিন রাতে শীতলা মাতার পূজা উপলক্ষে শয়লা গানেরও আয়োজন করা হয়েছে। আর এদিন শীতলা মাতার পূজায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ-সভাপতি বেনু কুমার সেন। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
আগামী সোমবার (১৬ ই মে) পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হবে "অন্নভোগ"। সোমবার রাতেই অনুষ্ঠিত হবে লীলাকীর্তন। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহোৎসব অর্থাৎ মালসা ভোগ।
দীর্ঘ ২ বছর পর আবার এলাকায় "শ্রী শ্রী শীতলা পূজা"র আয়োজন হওয়ায় খুবই খুশি এলাকার সাধারণ মানুষজন এবং এই পূজায় এলাকার সমস্ত স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
No comments:
Post a Comment