Breaking

Saturday, May 14, 2022

পৌরপিতা গণেশ চক্রবর্তী দ্রুত ওয়ার্ডের জলনিকাশি ব্যাবস্থার সংস্কারে প্রয়াসী

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হলেন গণেশ চক্রবর্তী। গত পৌরসভার নির্বাচনে ৩২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে আসে ২৮ টি আসন। 

গত পৌরসভার নির্বাচনের আগে উলুবেড়িয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড ছিল বিজেপির দখলে। কিন্তু এখন এই ওয়ার্ডের সাধারণ মানুষ পৌরপিতা হিসাবে নির্বাচিত করেছেন তৃণমূলের গণেশ চক্রবর্তীকে। এই ওয়ার্ডে গণেশ চক্রবর্তীর হাত ধরে ফুটেছে তৃণমূলের জোড়াফুল। 

আর এই ওয়ার্ডের পৌরপিতা নির্বাচিত হওয়ার পর থেকেই গণেশ চক্রবর্তী ২১ নম্বর ওয়ার্ডের উন্নয়নে প্রয়াসী হয়েছেন। এদিন গণেশ চক্রবর্তী বলেন, এই ওয়ার্ডের মানুষ বিজেপি কাউন্সিলরকে প্রত্যাখ্যান করেছেন। মানুষ আমাকে সুযোগ করে দিয়েছে মানুষের স্বার্থে কাজ করার জন্য। 

আগের বিজেপির কাউন্সিলর প্রতিশ্রুতি মতো কাজ করেনি। করোনা কিংবা আমফান ঝড়ে মানুষ কাউন্সিলরকে পাশে পাইনি। তাই মানুষ আমাকে সুযোগ দিয়েছে। 

এই ওয়ার্ডের জলনিকাশি ব্যাবস্থার কোনরকম সংস্কার আগের কাউন্সিলর করেনি। পাশাপাশি তিনি বলেন বিজেপির কাউন্সিলর ঘর নিয়েও দুর্নীতি করেছিল। 

তিনি বলেন, আমি ২১ নম্বর ওয়ার্ডের জলনিকাশী ব্যাবস্থার সংস্কার ও উন্নতির জন্য উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস এবং ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান করবো বলে জানান তিনি। 




No comments:

Post a Comment

Adbox