Breaking

Tuesday, April 12, 2022

আশাবাদী অগ্নিমিত্রা

ডেস্ক রিপোর্ট :- আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল সকাল থেকেই ময়দানে। আসানসোলেরই ভোটার তিনি। 

তিনি আসানসোল বিদ্যাসাগর সরণিতে এলআইসি ক্যান্টিনে ভোটদান করবেন। জয় নিয়ে আত্মবিশ্বাসী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, এর আগেও মানুষ ভরসা রেখেছেন নরেন্দ্র মোদীর উপর। এবারও ভরসা রাখবেন। 

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, নানাভাবে তৃণমূলে হুমকি, শাসানির রাজনীতি করছে। যদিও আসানসোলের ভূমিকন্যার দাবি, তাতে ভোটবাক্সে কিছুই প্রভাব পড়বে না। 

No comments:

Post a Comment

Adbox