Breaking

Tuesday, April 12, 2022

বালিগঞ্জে উত্তেজনার খবর ভোট শুরুর আগেই

ডেস্ক রিপোর্ট :- বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা খবর পাওয়া গেছে ভোট শুরুর আগেই। 

প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ খবর পেয়ে সেখানে যান। তারপর শুরু হয় বচসা। 

বিজেপি প্রার্থী সেক্টর অফিসারকে ফোন করে অভিযোগ জানান। প্রিসাইডিং অফিসারের দাবি, ওই পার্টের বাসিন্দা নন পোলিং এজেন্ট, তাই বাধা। 

No comments:

Post a Comment

Adbox