Breaking

Thursday, April 14, 2022

হাঁসখালি কাণ্ডের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার ধিক্কার মিছিল

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার হাঁসখালি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরে নাবালিকা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিজেপি এক ধিক্কার মিছিলের আয়োজন করে। মূলত গ্রামীণ হাওড়ার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। 

ফুলেশ্বরের মনসাতলা বিজেপি দলীয় কার্যালয় এর সামনে থেকে এই মিছিল শুরু হয়ে রাম মন্দির পর্যন্ত চলে। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। 

এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সভাপতি অরুণ উদয়পাল চৌধুরী। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শুভ্রা ঘোষ। 

এদিনের এই প্রতিবাদ ও ধিক্কার মিছিলটি হাওড়া গ্রামীণ জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শুভ্রা ঘোষ এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এই মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 



No comments:

Post a Comment

Adbox