ডেস্ক রিপোর্ট :- বিজেপির বৈঠকে তাকে ডাকা হয়নি। তাই ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, রাজ্য কর্মসূচিতে তাকে ব্রাত্য করে রাখা হচ্ছে।
লকেটের অভিযোগ, তাকে ডাকা হয়নি, জানানোও হয়নি। লকেটের দাবি, এরকম কোনও মিটিং হচ্ছে বলে আমি জানিই না। তবে বিজেপির রাজ্য সভাপতি আমন্ত্রণ-বিতর্ক এড়িয়ে গেলেন।
বিজেপির রাজ্য সভাপতির দাবি, 'যাদের কর্মসূচিতে দায়িত্ব, তাদেরই বৈঠকে আমন্ত্রণ।' সূত্রের খবর অনুযায়ী, সুকান্ত ফোনে লকেটের সঙ্গে পরে এবিষয়ে কথা বলেছে।
No comments:
Post a Comment