Breaking

Wednesday, April 20, 2022

নেট দুনিয়ায় ঝড় এই প্রশ্নে - 'নারীরা বক্ষ যুগল দেখিয়ে কী সুখ পান?'

ডেস্ক রিপোর্ট :- নেট দুনিয়ায় এখন ঝড় এই প্রশ্নে - নারীরা তাঁদের বক্ষ যুগল দেখিয়ে কী সুখ পান? পুরুষদের আকৃষ্ট করাই কি মূল উদ্দেশ্য তাদের? যদি তার উত্তর না হয়, তাহলে মহিলারা কেন তাদের বক্ষ বিভাজিকা প্রদর্শন করেন? 

নেট দুনিয়ায়, এমনই প্রশ্ন তুলে সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী বিতর্কের ঝড় তুলেছেন। দেওয়ান নামের সেই ব্যক্তি, 'কপিল শর্মা শো' থেকে অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি শেয়ার করেছেন। 

নিমরত কৌরের বক্ষ বিভাজিকা ছবিটিতে স্পষ্ট। তিনি, সেখানে এমনই বিতর্কিত মন্তব্য করেন। 

No comments:

Post a Comment

Adbox