Breaking

Saturday, April 16, 2022

বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য দিল্লি ফাইলস'

ডেস্ক রিপোর্ট :- পরিচালক বিবেক অগ্নিহোত্রী 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্যের এবার নতুন ছবি তৈরির কাজ শুরু করতে চলেছেন। 'দ্য দিল্লি ফাইলস' হল তাঁর পরবর্তী ছবির নাম। 

শুক্রবার, নিজেই টুইটারে সেটা ঘোষণা করলেন বিবেক অগ্নিহোত্রী। সূত্রের খবর অনুযায়ী, পরিচালকের নজরে রয়েছে ১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া শিখ দাঙ্গার ঘটনা। 

তবে এ বিষয়ে নিজে কিছু জানাননি বিবেক। তিনি শুরু টুইটারে লিখেছেন, এবার আমার নতুন ছবির কাজ শুরু করার সময় এসেছে। 

No comments:

Post a Comment

Adbox