Breaking

Friday, April 15, 2022

রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় কালীঘাটে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডেস্ক রিপোর্ট :- আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৯ এর শুভ সূচনা। আর এই বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য তথা সকল দেশবাসীর মঙ্গল কামনায় সপরিবারে কালীঘাট মন্দিরে পুজো দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আর পুজো দেওয়ার মুহূর্তের কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মঙ্গলময়ী মায়ের আশিসে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। বিনাশ হোক সকল আসুরিক শক্তির, মানবতার সুরে মুখরিত হোক ধরণী। পবিত্রতার স্পর্শ আসুক, ক্লেদ ও বিষাদমুক্ত হোক সবার জীবন। নতুন বছরের আগমনে, নতুন আশা সঞ্চারিত হোক প্রাণে। সুস্থ ও সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার – এই কামনা করি'। 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল, বৃহস্পতিবার রাতে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মংলকামনা করেন। 

No comments:

Post a Comment

Adbox