ডেস্ক রিপোর্ট :- রাজ্যের বুকে দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল। তাই সমস্ত প্রার্থীরা জোরকদমে তাদের শেষ লগ্নের প্রচার চালাচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়।
আর বৃহস্পতিবার বাবুল সুপ্রিয়-র সমর্থনে নির্বাচনী প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি রোড শো এর আয়োজন করা হয়। আর এই রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে কার্যত জন-জোয়ারের রূপ ধারণ করেন।
এই রোড - শো তে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত সমস্ত সমর্থক ও এলাকার সাধারণ মানুষের জন্য বক্তব্য রাখেন। তিনি প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করেন।
তিনি বলেন, বালিগঞ্জে তৃনমূলের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। পরবর্তী সময়ে সুব্রত মুখোপাধ্যায়ের দেখানো পথেই বালিগঞ্জ বিধানসভা প্রগতির পথে এগিয়ে যাবে।


No comments:
Post a Comment