Breaking

Friday, April 8, 2022

'ডোরেমন'-এর সহ-সৃষ্টিকর্তা প্রয়াত

ডেস্ক রিপোর্ট :- বিখ্যাত জাপানিজ মাঙ্গা শিল্পী ফুজিকো ফুজিও তথা মোটো আবিকো প্রয়াত হয়েছেন ৮৮ বছর বয়সে। এই খবর প্রচার করা হয়েছে জাপানি সংবাদমাধ্যম সূত্রে। 

জনপ্রিয় কার্টুন চরিত্র 'ডোরেমন'-এর সহ-সৃষ্টিকর্তা তথা 'নিনজা হাটোরি' এবং 'লিটল ঘোস্ট কিউ-টারো'-এর মতো কার্টুনের নির্মাতা এই বিখ্যাত শিল্পী। 

এক রিপোর্টে দাবি করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বয়সজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। 

No comments:

Post a Comment

Adbox