ডেস্ক রিপোর্ট :- সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে অস্কারের মঞ্চে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনাটি।
এই ঘটনাটি এই বছরের অস্কারের মঞ্চে ঘটে যাওয়া সবচেয়ে চর্চিত ঘটনা। কিন্তু কোনো দিন কি কেউ ভেবেছে? এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখা যায় ট্যাটু হিসাবে।
কিন্তু এও সম্ভব হয়েছে। ক্রিসকে মারা স্মিথের সেই চড়ের দৃশ্য সম্প্রতি এক ব্যক্তি নিজের শরীরে ট্যাটু করালেন। এই ট্যাটুটি অঙ্কন করেছেন, বার্মিংহামের ট্যাটু শিল্পী জন আরটন।


No comments:
Post a Comment