ডেস্ক রিপোর্ট :- শুক্রবার আইপিএলের ১৬ তম ম্যাচে মুখোমুখি হয় পঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান স্কোর বোর্ডে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝোড়ো ইনিংস খেলা শুরু করে গুজরাত। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৬ উইকেটে জিতে নেয় হার্দিক পান্ডিয়ার দল।
এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন। তিনি ২৭ বলে ৬৪ রান করেন। শুভমান গিল ৫৯ বলে ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।
ম্যাচের শেষ দুটি বলে জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল ১২ রান। ব্যাটিং করছিলেন রাহুল তেওয়াটিয়া। আর রাহুল দুটি বলে দুটি ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় উপহার দেয় দলকে।


No comments:
Post a Comment