ডেস্ক রিপোর্ট :- পশ্চিমবঙ্গ সরকার ভ্রমণ পিপাসু বাঙালির জন্য আনছে ডবল ধামাকা। পর্যটকরা দিঘায় এতদিন শুধু সমুদ্র দেখতেই ভিড় জমাতেন।
এবার সৈকত সুন্দরীর আকর্ষণ থাকবে, আর তারই সাথে থাকবে মিনি চিড়িয়াখানা আকর্ষণও। এই চিড়িয়াখানাকে নিয়ে প্রাথমিক প্ল্যান তৈরি হয়েছে। সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে খসড়া প্ল্যানটি পাঠানোও হয়েছে।
আর অনুমোদন মিললে খুব শীঘ্রই এবার দিঘায় দেখা মিলবে হরিণ, কুমীর, অ্যালিগের, শিকারী বিড়াল, কচ্ছপের।


No comments:
Post a Comment