Breaking

Thursday, April 7, 2022

লালবাতি বিতর্কে অনুব্রত মণ্ডল

ডেস্ক রিপোর্ট :- অনুব্রত মণ্ডল এবার তার গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে বিতর্কে জড়ালেন। তৃণমূল নেতা যে সাদা গাড়িতে করে কলকাতায় এসেছিলেন, তার মাথায় লালবাতি ছিল। 

যে কালো গাড়িতে করে অনুব্রত মণ্ডল চিনার পার্কের ফ্ল্যাট থেকে এসএসকেএম হাসপাতালে পৌঁছোন, সেই গাড়িতেও লালবাতি ছিল। 

বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কীভাবে নিজের গাড়িতে লালবাতি ব্যবহার করেন। যেখানে মন্ত্রীদেরও সেই অধিকার নেই। সিবিআই অফিসাররা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। 

No comments:

Post a Comment

Adbox