Breaking

Thursday, April 7, 2022

স্বীকৃতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা, লিখলে কবিতা

ডেস্ক রিপোর্ট :- নিয়মিত কবিতা লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটি রাজ্যবাসীর অজানা নয়। এবার স্বীকৃতি মিলতে পারে তাঁকে নিয়ে কবিতা লিখলে। 

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতার নামাঙ্কিত ফেসবুক পেজ 'বাংলার গর্ব মমতা' আয়োজন করেছে একটি প্রতিযোগিতার। আর সেই পেজে বলা হয়েছে,  একটি সুবর্ণ সুযোগ রয়েছে দিদির শুভাকাঙ্খীদের জন্য! কবিতা লিখুন দিদিকে নিয়ে। 

আর এই প্রতিযোগিতায়  অংশগ্রহণকারীদের মধ্যে যার কবিতা ভালো হবে তার কবিতাটি 'বাংলার গর্ব মমতা' পেজের মধ্যে তুলে ধরা হবে। 

No comments:

Post a Comment

Adbox