Breaking

Tuesday, April 12, 2022

শাহরুখ-পুত্র এবার পরিচালনার ভূমিকায়

ডেস্ক রিপোর্ট :- শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার দায়িত্ব কাঁধে নিলেন অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজের। 

তারকা-পুত্র শুরু করলেন পরিচালনার কাজ। কেবল পরিচালনার ভূমিকায় নয়, সিরিজের চিত্রনাট্যও তিনিই লিখেছেন। আরিয়ান, গত শুক্রবার ও শনিবার পরীক্ষামূলক শুটিং করেছেন। 
শুধু তাই নয়, পরীক্ষামূলক শুটিং এর মাধ্যমে কলা কুশলীদের সাথে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদ  দেখা গেছে তাঁর মধ্যে। 

No comments:

Post a Comment

Adbox