Breaking

Tuesday, April 12, 2022

BIG BREAKING: হাইকোর্ট দায়িত্ব দিলেন আইপিএস দময়ন্তী সেনকে

ডেস্ক রিপোর্ট :- কলকাতা হাইকোর্ট, আইপিএস দময়ন্তী সেনকে দায়িত্ব দিল, চারটি ধর্ষণের ঘটনার নজরদারি করতে। 

তিনি নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন, বিগত দিনের অভিজ্ঞতা তেমনটাই বলছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার হলেন দময়ন্তী সেন। তিনিই তদন্ত করেছিলেন পার্কস্ট্রিট ধর্ষণ মামলার। 

এবার দময়ন্তী সেনের নজরদারিতেই মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী মামলার তদন্ত হবে। কিন্তু যদি তাঁর কোনও আপত্তি থাকে এই তদন্তের নজরদারিতে তাহলে তিনি আদালতকে তা জানাতে পারেন। 

No comments:

Post a Comment

Adbox